নন্দীগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৭ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৪
বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পড়নে লাল রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট ছিলো। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে চাকলমা গ্রামের ঠাকুরপুকুর এলাকার ধানক্ষেতের পানিতে মরদেহটি ওপর হয়ে পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেয় তারা। বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত