নন্দীগ্রামের কাঠ ব্যবসায়ীর লাশ নীলফামারীতে উদ্ধার

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের কাঠ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বর্মণ (৫৫) এর লাশ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের আলহাজ্ব আফতাব আলীর বাঁশ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। তার লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯৭৫০ টাকা পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র বর্মণ গত রবিবার সকাল অনুমানিক ৮টার দিকে পার্শ্ববর্তী কালা সিংড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে কাঠ ব্যবসায়ী বাবলু মিয়ার সাথে বাগান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবার ও গ্রামবাসী বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশ উল্লেখিত স্থান থেকে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, নারায়ণ চন্দ্র বর্মণ ও বাবলু মিয়া এক সাথে কাঠের ব্যবসা করতো। গত রবিবার ওরা দুজন বাগান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাবলু মিয়া ফিরে আসলেও নারায়ণ চন্দ্র বর্মণ ফিরে আসেনি। আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানতে পারি নারায়ণ চন্দ্র বর্মণের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত