ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত হতে পারে মেহেরপুরের জনপদ - প্রতিমন্ত্রী
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১০:১০ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:১১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত হতে পারে মেহেরপুরের জনপদ। ধর্মান্ধতা থেকে মুক্ত থাকাই আমাদের বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান লেখাগুলো থেকে সতর্ক থাকতে হবে, যাচাই বাছাই করতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এদেশে সংখ্যালঘু বলে কিছূ নেই, সকলেই বাংলাদেশের নাগরিক। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
সম্মানিত অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতির কথা বারবার বলতে হবে। জুম্মার খুৎবায়, ঈদের নামাযে, ওয়াজ মাহফিলে এবং অন্যান্য ধর্মালম্বিদের নিজ নিজ প্রার্থনা কেন্দ্রে সম্প্রীতির ব্যাখ্যাগুলো দিতে হবে।
ধর্মীয় সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসূল,পিপি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, আন্ত:ধর্মীয় সংলাপের সমন্বয়ক আবদুল্লাহ আল শাহিন, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবীর,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মুজিবনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি শাহজাহান কবীর,মাওলানা ফারুক হোসেন, জেলা ওলামা পরিষদের সহ সভাপতি খাদেমুল ইসলাম, পন্ডের ঘাট মসজিদের ইমাম শাহাজাহান কবির, হিন্দু বৌদ্ধ খ্রষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্বাশত নিপ্পন,মেহেরপুর মহাশশ্মানের সভাপতি কাজল দত্ত,বাবুল বৈরাগী, রিচার্ড মার্টিন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত