দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে তবে সরকারের পদত্যাগ করা উচিৎ
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:১৩ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৫
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা দায়ী বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও কালিবাড়িস্থ নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিৎ। আওয়ামী লীগের নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে।
ইউক্রেনে যুদ্ধ ও রোহিঙ্গাদের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতা কর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত