দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আদমদীঘিতে আলোচনা সভা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৮ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৬

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার এক বছরপুর্তি উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি আবু মুত্তালিব মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা , বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান, অভিলাশ কুমার প্রমুখ। সভায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদশ পত্রিকার সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার ভূয়সী প্রসংশা করে আগামীতে তারা এ ধরনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত