দেড় কেজি গাঁজাসহ নারী বিক্রেতা আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৭ মার্চ ২০২২, ২০:০১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২৩:১৪

দেড় কেজি গাঁজাসহ মোমতাজ আক্তার বনি মজিদ (২৬) নামের এক নারী বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। রবিবার দুপুরে মোংলা- খুলনা সড়কের কাটাখালী মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এর নেতৃত্বে অভিযান চালিয়ে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময়ে তার কাছথেকে দেড় কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়। আটক মোমতাজ আক্তার বনি মজিদ মোংলা উপজেলার কানাই নগর গ্রামের মজিদ গাজীর মেয়ে। (বর্তমানে তিনি মোংলার রিভার সাইট রোডের একটি পরিত্যক্ত বরফ মিলের কাছে বসবাস করছে)।

পরে জেলা গোয়েন্দা পুলিশ গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে থানায় হস্তান্তর করে। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারন জনগণকে অপরাধীদের ধরতে তথ্যদিয়ে সহযোগীতার আহবান জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত