দেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ১১০টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৬:৪৬ |  আপডেট  : ২৮ জুন ২০২৪, ০৮:২০

বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১১০টি মেডিকেল কলেজ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনের আলোচনায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি এবং আসন সংখ্যা পাঁচ হাজার ৩৮০টি। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত সরকারি মেডিকেল কলেজ একটি, যার আসন সংখ্যা ১২৫টি।

এছাড়া, বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি এবং আসন সংখ্যা ছয় হাজার ২৯৭টি। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী মাধ্যমে পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজ পাঁচটি, যার আসন সংখ্যা ২৬০টি।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত