দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’।
ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত এ সিনেমাটি শুক্রবার, ৭ ফেব্রুয়ারি থেকে দেখতে পাবেন বাংলাদেশের দর্শক। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান গণমাধ্যমে জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‘বলী’ গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায়।
এর আগে ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বেশ কিছু কারণে তারিখটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে আসে পরিচালক। ফলে, ৭ তারিখে মুক্তি দেওয়াই এখন লক্ষ্য নির্মাতাদের।
২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’। এরপর কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয় সিনেমাটির শুটিং।
‘বলী’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দীন খান। তার সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, এনজেল। বাংলাদেশ থেকে সিনেমাটি এবার অস্কারে প্রতিনিধিত্ব করছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত