ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়: নুর
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১
সবাই মুখে মুখে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার দবি করলেও তাদের বিচারের জন্য ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ভোটের রাজনীতিতে আড়ালে সবাই আওয়ামী লীগকে কাছে চায়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এটি একটি অশনিসংকেত। যেসব দল গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে তাদের ক্লিয়ার করা উচিৎ, আওয়ামী লীগের বিষয়ে তাদের অবস্থান কী।
অনুষ্ঠানে দলটি থেকে জানানো হয়, গণহত্যার বিচারের দাবিতে ৬৪ জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তারা।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন লিখিত বক্তব্যে বলেন, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ গণহত্যার বিচার হতে হবে। কিন্তু আসামিদের গ্রেফতার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ২৪ এর গণঅভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে আগামীকাল ৫ ফেব্রুয়ারি জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারীসহ বিগত ফ্যাসিস্ট রেজিমে দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচারে সংশ্লিষ্টদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি -এর দাবিতে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় গণঅধিকার পরিষদ ৫টি দাবি উপস্থাপন করে
১. জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
২. বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।
৩. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থপাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
৪. গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুর্নগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।
৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমের গুম-খুন ও ১৪, ১৮ এবং ২৪ সালের ভুয়া নির্বাচনে সম্পৃক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, আরিফ তালুকদার, ফাতেমা তাসনীম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত