আজ ফেসবুকের জন্মদিন

  তথ্যপ্রযুক্তি ডেস্ক    

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৬ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। ফেসবুক রিলস এখন এক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম।

জানেন কি, আজ জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকের জন্মদিন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়রি এর যাত্রা শুরু হয়। মার্ক জাকারবার্গ ও তার সহপাঠীরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় এটি তৈরি করেন। শুরুতে এটি ছিল দ্য ফেসবুক নামে, যা মূলত হার্ভার্ডের শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিং সহজ করার জন্য চালু করা হয়েছিল। জাকারবার্গের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন এডুয়ার্ডো স্যাভেরিন, অ্যান্ড্রু ম্যাককালাম, ডাস্টিন মস্কোভিটস ও ক্রিস হিউজ।

পরবর্তীতে, ফেসবুক হার্ভার্ড থেকে বের হয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যবহার শুরু হয় এবং ২০০৬ সালের সেপ্টেম্বরে সবার জন্য উন্মুক্ত করা হয়। দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর, ফেসবুক ২০১২ সালে প্রথমবারের মতো স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়।

শুরুতে শুধু বন্ধুদের সংযুক্ত করার প্ল্যাটফর্ম থাকলেও, আজ ফেসবুক হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০২৫ সাল নাগাদ বিশ্বব্যাপী ৩ বিলিয়নের বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে।

ফেসবুক বর্তমানে মেটা প্ল্যাটফর্মস ইনস-এর অধীনে পরিচালিত হচ্ছে, যা ২০২১ সালে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়েলিটির দিকে মনোযোগ দেয়। ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, এটি এখন একটি বৃহৎ ডিজিটাল ইকোসিস্টেম।

যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ফেসবুক ১ নম্বর। বন্ধু, পরিবার ও সহকর্মীদের সাথে সহজে সংযোগ স্থাপন করা যায়। মেসেঞ্জারের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিডিও কল করা যায়। ফেসবুক প্রোফাইল ও পেজ ব্যবহার করে ব্যক্তি ও ব্যবসায়িক ব্র্যান্ড তৈরি করা যায়। বিজ্ঞাপন ও মার্কেটিং সুবিধা রয়েছে।
ফেসবুক গ্রুপ ব্যবহার করে বিভিন্ন কমিউনিটি গঠন করা যায়। আলোচনার জন্য লাইভ ভিডিও ও ইভেন্ট তৈরি করা সম্ভব। বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সংবাদ সরাসরি ফেসবুকে পাওয়া যায়। ফেসবুক ওয়াচ এবং রিলসের মাধ্যমে ভিডিও কনটেন্ট দেখা যায়।


সূত্র: মেটা

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত