দেবীগঞ্জে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ স্বামী গ্রেফতার

  কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ ঘটনার মূল নায়ক মিঠু ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এসিডে দগ্ধ গৃহবধূ লিমা আক্তার (১৯) প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে স্বামী মিঠু ইসলাম তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে গত ২ আগস্ট রাত আনুমানিক ১২ টার দিকে মিঠু ইসলাম ভ্যাসলিনের কৌটায় ভরা এসিড লিমার মুখে ঢেলে দেয়। এতে তার ঠোঁট ও জিভের কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। পরদিন পিত্রালয়ে ফিরে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত