দুর্গাপূজা উপলক্ষে সিরাজদিখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৪:০২
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা হয়।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজদিখান শাখার সভাপতি অ্যাডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ডাঃ দেবব্রত ঘোষ সমীর, এন.সি. কর্মকার, টেপু দে, আশিষ কুমার দাস, অজয় দে, অধির চন্দ্র ঘোষ, ডাঃ দিলীপ কুমার দেবনাথ, সুনীল পাল প্রমুখ। রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ বলেন, পূজা উদযাপন করার জন্য সরকারের আইন শৃক্সখলা বাহিনী থেকে শুরু করে প্রতিটি ডিপার্টমেন্ট কাজ করবে, আমাদেরকেও আইন শৃক্সখলা বাহিনীর সাথে থেকে তাদের সহযোগীতা করতে হবে। আর কোন ধরনের বিশৃক্সখলা কে প্রতিরোধ করতে আমার যে কোন ধরনের সহযোগিতা করতে হয় আমি করবো,কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। সেইসঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত