দুটি পা বার্জার রোগে নষ্ট হওয়ার পথে, সমাজের বিত্তবানরাই পারে শরিফুলকে বাঁচাতে 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২১, ১৬:৪৪ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৯:০৫

কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ চকোরপানি গ্রামের বাসিন্দা আবেদ আলীর পুত্র শরিফুল ইসলামের দুটি পা বার্জার রোগে আক্রান্ত হয়ে নষ্ট হওয়ার পথে। অর্থের অভাবে চিকিৎসা করাতেও পারছে না। ধীরে ধীরে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে তাকে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শরিফুল অসুস্থ হওয়ায় পরিবারে নেমে এসেছে দুর্দিন। জমি বন্ধক রেখে ও জমানো কিছু টাকা দিয়ে এতদিন তার চিকিৎসা চলে। ইতিমধ্যে অপারেশন করে তার পায়ের তিনটি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। দিন দিন বার্জার (ঘা) রোগ টি পায়ের উপর দিকে ওঠছে। 

সময় মত অপারেশন করতে না পারলে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হবে তাকে। ডাক্তার বলেছেন তার চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকার প্রয়োজন। যা পরিবারের লোকজনের পক্ষে জোগান দেয়া সম্ভব নয়। তাই শরিফুল ইসলাম সরকার সমাজের মহৎপ্রাণ বিত্তবান ব্যক্তিদের নিকট সাহার্য্য কামনা করেছেন। সবার সাহার্য্যে বেঁচে যেতে পারে শরিফুল ইসলাম। পরিবারের লোকজনের মুখে ফুটে ওঠতে পারে হাসির ঝিলিক। তার বিকাশ নম্বরে ০১৭৪৯৪৮১৯৩৫ তে সাহার্য্য পাঠাতে পারেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত