থালতা মাঝগ্রামে মাতৃত্বকালীন ভাতা প্রদান

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৯:২১ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৫:২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) উপজেলার বাঁশোস্থ ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাতৃত্বকালীন ভাতা প্রদান করেন থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আলমগীর কবির বাবু, ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট মামুনুর রশিদ ও ইউপি সদস্যবৃন্দ। ব্যাংক এশিয়া লিমিটেডের মাধ্যমে এ ভাতা প্রদান করা হচ্ছে। থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫০ জন উপকারভোগী  মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৫০ জন উপকারভোগী এখন মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে। আমরা এলাকার সকল প্রকার উন্নয়ন ও সেবামূলক কাজে আন্তরিক রয়েছি। যার সুফল পাচ্ছে ইউনিয়নবাসী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত