ত্রিশালে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
এনামুল হক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৪ | আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৭:১১
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের উদ্যােগে ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বাকিউল বারি সভাপতিতে প্রস্তুতিমূলক সভা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও ত্রিশাল মুক্ত, দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের পৃথক পৃথক কর্মসূচি পালনের স্বীদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত