তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস বর্ণাঢ্য শোভাযাত্রা, পর্যটন নগরী ঘোষণার দাবি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪১

‘টেকসই উন্নয়নে পর্যটন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় নর্থবাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজমের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় । এসময় শোভাযাত্রাটি তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুতলায় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সভায় সিনিয়র সাংবাদিক এম এ বাসেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ, ছাত্র দলের সাবেক সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদার রহমান বাবলু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া, উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র আইনজীবী মনোয়ার হোসেন, নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক রনি মিয়াজী, মোবারক হোসেন,আহসান হাবীব, তেঁতুলিয়া রিকশা-ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীাহ স্থানীয় পর্যটনপ্রেমী,পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়
এসময় বক্তারা, “হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা ও বাস্তাবানের দাবী জানান। পাশাপাশি পর্যটন খাতে আরও উন্নয়ন,বরাদ্দ ও সমস্যা দূরীকরণের দাবী জানান। আয়োজনকরা জানান, নর্থাবাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজম তেঁতুলিয়ায় দীর্ঘ দিন পর্যটনখাতকে এগিয়ে নিতে কাজ করছে এবং পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত