তৃতীয় ধাপে বিজিবি সদস্যসহ ভোট কেড়ে নিল ৯ প্রাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১০:৫৬ |  আপডেট  : ২৮ মার্চ ২০২৪, ০৪:২১

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপেও প্রাণহানি এড়ানো যায়নি। এই ধাপে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (২৮ নভেম্বর ) ভোটের দিন সহিংসতায় নীলফামারীতে একজন বিজিবি সদস্যসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩০টি কেন্দ্রে। গুলি ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনাও ঘটেছে।

লক্ষ্মীপুরে বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেয়ার অভিযোগ মেলে। পরে প্রতিপক্ষের হামলায়, ইছাপুরা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির মৃত্যু হয়। এদিকে নির্বাচনি সহিংসতায় মুন্সিগঞ্জ সদরে নিহত হন আরও দুজন আর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোটের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষে মারা গেছেন তিনজন। এছাড়া গুলিবিদ্ধ আরও ৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভাঙচুর করা হয়েছে ইউএনওর গাড়িও। 

নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনি সহিংসতায় প্রাণ গেছে রুবেল নামে এক বিজিবি সদস্যের। নরসিংদীতে প্রাণ গেছে একজনের আর খুলনায় আহত একজনের মৃত্যু হয়েছে। 

এছাড়া লালমনিরহাটে ফলাফল ঘোষণা না করায়, সড়ক অবরোধ করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত