ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫২ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ১০১ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, আজ সকালের দিকে জরুরি বিভাগের পাশে ১০১ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিল। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত