ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাকায় হেলপার নিহত ও চালকসহ আহত ৫

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৫ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাড়িয়ে থাকা একটি বাসের পিছনে অপর এক বাসের ধাকায় হেলপার নিহত ও চালকসহ ৫বাসযাত্রী আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে আটটারদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক এলাকায় মাওয়াগামী লেনে এ ঘটনা ঘটে । দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী লেনে ৪০ মিনিটের মত যান চলাচল বিঘিœত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী চালতি পাড়া নামক এলাকায় হানিফ পরিবহনের একটি দাড়িয়ে থাকা বাসের পিছনে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে ইমাদ পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । এ সময় ঘটনা স্থলে ইমাদ পরিবহনের হেলপার মারা যায় । ইমাদ পরিবহনের চালকসহ আহত হয় অন্তত ৮ জন । আহতেদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ।

হাসাড়া হাইওয়ে থানার এস আই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,হানিফ পরিবহনের বাসটি নষ্ট হওয়ার কারনে বাসটি রাস্তায় থামানো ছিল কিন্ত ইমাদ পরিবহনের দ্রুতগামী বাস হানিফ পরিবহনের পিছনে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে । ঘটনাস্থলেই ইমাদ পরিবহনের হেলপার মারা যায় । চালকসহ কয়েকজন আহত আছে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । সড়ক এখন স্বাভাবিক আছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত