ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভুক্তভোগী যাত্রী-চালক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১১ |  আপডেট  : ৩ অক্টোবর ২০২৪, ২০:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ যানজট শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় ঢাকামুখী লেনে গাড়ি চলাচল করতে পারছে। ফলে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত থেমে থেমে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা গেছে।

কুমিল্লার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়কের দাউদকান্দির অংশে সংস্কার কাজ চলছে। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজটপ্রবণ এলাকায় মাইকিং করছি। অলটারনেটিভ হিসেবে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। আমরা জনগণের ভোগান্তি দূর করতে কাজ করছি। কাজ শেষ হওয়া পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। সংস্কার কাজ শেষ হতে আরও অন্তত পাঁচ-ছয় মাস সময় লাগতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত