ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

  মোঃ লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৯

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেনের জায়গায় দেয়াল রেখে সড়ক কেটে ড্রেন নির্মাণ করছে বলে অভিযোগ এলাকাবাসীর। সড়কের পাশে ড্রেনের জায়গায় স্থানীয় প্রভাবশালীর স্থাপনা দেয়াল থাকায় সেটা উচ্ছেদ না করে রাস্তায় গিয়ে ড্রেন নির্মাণ করছে বলে জানায় স্থানীয়রা। যেকোনো সময় দেয়াল ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালিগাঁও সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। বালিগাঁও থেকে কলমা সড়কে গিয়ে দেখা গেছে ড্রেন বরাবর দেয়াল থাকায় কিছুটা বেঁকে রাস্তা কেটে ড্রেন নির্মান করা হচ্ছে। এতে এলাকাবাসীরা অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রভাবশালীর দেয়াল হওয়ায় সেটা উচ্ছেদ করা হচ্ছেনা। সড়ক কেটে ড্রেন নির্মান করা হচ্ছে। যে কোনো সময় এই দেয়াল পথচারীদের উপর ভেঙে পড়তে পারে।

এবিষয়ে বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী দুলাল হোসেন বলেন, আ‌মি এই বিষয়টা জানি  ত‌বে এই দেয়ালটা হ‌চ্ছে শ‌্যামল‌দের আ‌মি তা‌দের অ‌নেক বার ব‌লে‌ছি দেয়ালটা ভে‌ঙ্গে দেওয়ার জন‌্য, তারা ভা‌ঙ্গে না। তারা কিন্তু রাস্তার পা‌শে যেই সরকা‌রি জ‌মি আ‌ছে সেখা‌নে দেয়ালটা ক‌রে‌ছে। এই দেয়ালের কার‌নে এই ড্রেনটা গত ৮মাস কাজ করা বন্ধ ছি‌লো তা‌দের‌কে বার বার বলার পরও দেয়ালটা ভাঙ্গে না। দেয়াল না ভাঙ্গার কার‌নে মেইন রাস্তা কে‌টে ড্রেন করতা‌ছে কন্টাকদার এ‌তে মেইন রাস্তাও ছোট হ‌য়ে যা‌চ্ছে। ড্রেন এর কন্টাকদার জানান, এই দেয়া‌লের কার‌নে আ‌মি ড্রেনের কাজ কর‌তে পার‌ছি না ‌দেয়ালটা হ‌চ্ছে শ‌্যামল‌দের তা‌দের অ‌নেক বার ব‌লে‌ছি দেয়াল ভে‌ঙ্গে দি‌তে তারা কোন কথাই শুন‌ছে না। কন্টাকদার আ‌রো  জানান আ‌মি রাস্তা কে‌টে তো ড্রেন কর‌ছিনা,  ত‌বে তারা দেয়াল ভে‌ঙ্গে না দি‌লে তো রাস্তায় উপর তো কিছুটা যা‌বেই। ত‌বে আ‌মি ড্রেনের কাজ যা কর‌ছি আর কাজ কর‌বো  না দেয়‌া‌লেন জা‌মেলা শেষ না হওয়া পর্যন্ত। 

পান্না মা‌র্কেট এর মা‌লিক মোঃ শ‌্যামল জানান, আমা‌দের মা‌র্কেট এর দেয়াল ভে‌ঙ্গে ড্রেন করার জায়গা দিবোনা, ত‌বে এটা য‌দিও সরকা‌রি জায়গা হ‌য়ে থা‌কে এখ‌নো কিন্তু একওয়ার ক‌রে নাই সরকার, আমরা ইউএনওর কা‌ছে লি‌খিত দি‌ছি সেখা‌নে লিখা আ‌ছে আমা‌দের দেয়াল ভে‌ঙ্গে য‌দি সরকার ড্রেন ক‌রে তাহ‌লে আমা‌দের দেয়া‌লের ক্ষ‌তিপূরন দি‌তে হ‌বে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত