ডিবিএইচের রংপুর শাখার উদ্বোধন

  সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৪৫

[ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২২] দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) সম্প্রতি রংপুর শহরে তাদের ১৪ তম শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের নতুন এ শাখাটি শহরের খান বাহাদুর আব্দুর রউফ প্লাজা (৪র্থ তলা) বাড়ী নং-১, সড়ক নং-১, স্টেশন রোডে অবস্থিত।

ডিবিএইচের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে রংপুর শহরে আবাসন খাতের ব্যাপ্তি বেড়েছে। দেশের গৃহঋণের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসাবে ডিবিএইচ এ অঞ্চলের মানুষদের যেকোনো আবাসিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর শহরের আবাসন খাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডিবিএইচ এর ডিএমডি ও হেড অব ক্রেডিট এ.কে.এম. তানভির কামাল; হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ও রিকভারি সাইয়াফ এজাজ; হেড অব লোন অপারেশনস মো. জাকারিয়া ইউসুফ; হেড অব ডিপোজিটস, বিজনেস প্ল্যানিং ও অল্টারনেট চ্যানেলস সাবেদ বিন আহসান সহ প্রতিষ্ঠানটির ঊধর্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
১৯৯৬ সালে যাত্রা শুরুর পর গত ২৫ বছর ধরে দেশের আবাসন খাতে ঋণ সুবিধা প্রদান করছে ডিবিএইচ ফাইন্যান্স , যা আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ নামে পরিচিত ছিল । কোম্পানিটি ধারাবাহিকভাবে বিগত ১৭ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং “ট্রিপল এ” অর্জন করেছে। প্রেস রিলিজে আরও বলা হয়, ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও ডিবিএইচ ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত