ডিজিটাল প্রেম
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৪:১৩ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:১২
বিচিত্র কুমার
------------------
দুজনে বসে নিস্তব্ধতায় কেটে যায় কিছু মুহূর্ত
সন্মুখে পাখিদের যৌনক্রিয়া পুষ্পপত্রে,
দৃশ্যটা একেবারেই পরিচিত পার্কের ভিতরে
ডিজিটাল যুগের হাওয়া লেগেছে গাত্রে।
প্রেমময় কাব্যের ঝঙ্কার চিকিমিকি রোদ্দুরে
তুমি আমিও সারিবদ্ধ কপোত কপোতীর রূপধরে।
শৃংখলিত কৈশোর পেরিয়ে উতলা যৌবন কালের মিষ্টিছন্দে
আমাদেরকে টেনে নিয়ে এসেছে তুমুল দ্বন্দ্বের সমীকরণে,
তখন বুকে ভেতর ভীষণ কম্পন তোমার পিপাসার্ত ঠোঁটে
তা থেকে উত্তপ্ত হতে থাকে আমার স্নায়ুকোষে ক্ষণেক্ষণে।
তুমি যখন অনাবৃত সমুদ্রের মতো জেগে উঠো গভীর তরঙ্গে
কেঁপে ওঠে আমার ছোট্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গে।
রৌদ্রদগ্ধ পথ পেরিয়ে নীলভ্রমর প্রেমিকের বেশে
লাল টুকটুকে ফুলের পাপড়িতে অজস্র চুম্বন খায়,
প্রিয়তমার স্তনভারে মুখ লুকিয়ে মেনে নেই পরাজয়
প্রেম যমুনায় প্রেমের পরসা সাজিয়ে হাবুডুবু খায়।
অতঃপর প্রেমিকের হৃদয়ের অবিরত প্রার্থনায় কিংবা
প্রেমের আকাঙ্ক্ষায় প্রেমিকারা বারবার ফিরে আসে প্রেম যমুনায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত