আজ থেকে শুরু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী “কুরআন কনফারেন্স ও সীরাহ এক্সিবিশন ২০২৫

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩

৮ ডিসেম্বর ২০২৫: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফ্যাকাল্টিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী **“কুরআন কনফারেন্স ও সীরাহ এক্সিবিশন ২০২৫”**। ধর্মীয় মূল্যবোধের চর্চা, সঠিক ধর্মীয় অনুভূতির বিকাশ এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে।

আয়োজক শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা ধর্মপ্রান মুসলমানদেরকে ব্যথিত করেছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী **আয়াতুল্লাহ বেহেস্তি** বলেন, “নৈতিক অবক্ষয়, ধর্মীয় ব্যাখ্যার ভুল ধারণা এবং মূল্যবোধের দুর্বলতা দীর্ঘ সময় ধরে জমা হয়েই আজকের সংকট তৈরি করেছে। তাই ইসলামের মৌলিক শিক্ষা ও সীরাহ সম্পর্কে নতুন প্রজন্মকে জ্ঞাত করা জরুরি হয়ে পড়েছে। সেই উদ্দেশ্যেই দেশবরেণ্য স্কলারদের নিয়ে এই কনফারেন্স ও এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের **সকল শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের আত্মীয়–স্বজনসহ** সকলের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে, যাতে ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া যায়।

শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন ক্যাম্পাসে ধর্মীয় চেতনা, নৈতিকতা, ঐতিহ্যচর্চা ও প্রজ্ঞার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকেরা আশা করছেন।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত