ডাসারে আলোচিত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

  এসআর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ১৩:১৩

মাদারীপুরের ডাসারে পুলিশের অভিযানে ৯০গ্রাম গাঁজাসহ রুবেল মাতুব্বর নামে এক আলোচিত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার কমলাপুর বাজারে এস আই মো.সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার কমলাপুর গ্রামের সোবহান মাতুব্বরের দুই ছেলে রুবেল মাতুব্বর( ৩২) ও রবিউল মাতুব্বর(২৮) এবং অপরজন বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের খোকন শরীফের ছেলে আহাদ শরীফ(২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল মাতুব্বর দীর্ঘদিন ধরে কমলাপুর বাজারে হোটেল ব্যবসার আঁড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজ ধ্বংস করছে।

এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রুবেলসহ তিন জনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।আজ মঙ্গলবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত