ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:০০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো টিপছোরা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ির মো. বাদশাহ (৩১), সাতকানিয়া থানাধীন দেওদিঘী আমির হোসেন মেম্বার বাড়ির মো. সাহেদ (২৩), কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মো. করিম (২২), একই থানার পিএম খালী গ্রামের মো. রুবেল (২৮) এবং তিন শিশু রয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাসমান হিসেবে বসবাস করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, পুরাতন রেলস্টেশন এলাকার গ্রামীণ মাঠের কাছে অন্ধকারাচ্ছন্ন এলাকায় চক্রের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ছোরা জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দস্যুতার প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।
গ্রামনগর বার্তা / কাআ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত