ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩১ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫০

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার জংশন স্টেশনের অদূরে প্রান্নাথপুর গ্রামের সামনে। নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও তার মেয়ে ৫ বছর বয়য়ের শিশু নুরজাহান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল হক খান  জানান, বৃহস্পতিবার ১২টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কুড়িগ্রাম এ·প্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। প্রত্য¶দর্শী স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা মরিয়ম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ওই ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মা-মেয়ে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্য সাাকিউল আযম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত