টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ২০:০৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে তিনি শনিবার দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু, পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক।এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত