টিলাধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনের মৃত্যু
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৯:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
সিলেটের জৈন্তাপুরে টিলাধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে।
সোমবার (৬ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এই মর্মান্তিক এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৫৮)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই টিলাটির প্রায় অর্ধেক অংশ অবৈধভাবে কেটে ফেলায় ও টানা তিনদিনের বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুরের স্থানীয় সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির জানান, উপজেলার চারিকাটা ও হরিপুর ইউনিয়নের বেশ কিছু পাহাড় ও টিলা অবৈধভাবে কেটে মাটি সরিয়ে ফেলায় আরও পাহাড় ও টিলাধসের আশঙ্কা রয়েছে। টানা তিন দিন ধরে চলা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত