টঙ্গীবাড়িতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চিবিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
মুন্সগীঞ্জের টঙ্গীবাড়িতে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০০১ শিক্ষাবর্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলার ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় ২০০১ ব্যাচ এর ছাত্রছাত্রী এবং সে সময় থেকে বর্তমানের শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে এই মিলনমেলাটি আয়োজন করা হয় টঙ্গীবাড়ী উপজেলার অাড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে। এসময় সেখানে শিক্ষক ছাত্রছাত্রিদের বিভিন্য স্মৃতিচারণ করা হয় এবং অনুষ্ঠানের শেষে সকলকে সম্মাননা স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজ করা হয়।
২০০১ ব্যাচ এর ছাত্র মোঃ মাহ্ফুজুর রহমান সুজনের সঞ্চালনায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর গফুর, মাকসুদুর রহমান মোল্লা, আলহাজ্ব কারী আমির হোসেন, মোঃ ইলিয়াস খান, নুর মোহাম্মদ বেপাড়ী, মোবারক আলি, আওলাদ হোসেন, মাঃ এম এ বারী, মোঃ শামিম, শেখ সিরাজুল ইসলাম, শিল্পি আক্তার, ফয়সাল বেপাড়ী,এলাকার গন্যমান্য ব্যাক্তিগন সহ ২০০১ ব্যাচ এর ছাত্রছাত্রিবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত