টঙ্গীবাড়ীতে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক র্যালি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল বেপারীর অকাল মৃত্যুতে আলোচনা সভা ও শোক র্যালি হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বালিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ১২সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে থেকে এক শোক র্যালি বের হয়। র্যালিটি বালিগাঁও উচ্চ বিদ্যালয় হতে পেট্রোল পাম্প প্রদক্ষিন করে স্কুল গেইট এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন কমান্ডার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন হালদার, সহ সভাপতি রুহুল আমিন মুন্সী, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল। আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মঞ্জু আলম সানাউল্লাহ, শাজাহান বেপারী, সালাউদ্দিন শেখ, আরিফুজ্জামান আরিফ হালদার, আনোয়ার শেখ, নূরু শেখ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মিঠু, কৃষকলীগ নেতা জুলফিকার আলী ফুকার মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত