ঝড়ে বাগবাড়ী মডেল মহিলা কলেজ লন্ড-ভন্ড

  আল আমিন মন্ডল (বগুড়া)

প্রকাশ: ২৪ মে ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০১

দমকা বাতাস ও কাল বৈশাখী ঝড়ে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী মডেল মহিলা কলেজ লন্ড-ভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে শ্রেণী কক্ষের অভাবে পাঠদান ও সাময়িক পরিক্ষায় চরম দূভোগে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

কলেজ সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে থেকেই দফায় দফায় কাল বৈশাখী ঝড় বৃষ্টি ও দমকা বাতাসে উক্ত কলেজের সিমি-পাকা ৬টি শ্রেণী কক্ষের ব্র , চেয়ার-টেবিল, কাগজপত্র সহ আসবাপত্রের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। এমনকি পাকা ঘরের ইট-বালু, বাশ, কাঁঠ,ঢেউটিন দুমরে-মুচকে ৬টি শ্রেনী কক্ষের ছাউনী উড়ে মাটিতে পড়ে য়ায়। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। দমকা বাতাস ও কাল বৈশাখী ঝড়ে কলেজের ক্ষতির পরিমান প্রায় ৮লক্ষাধিক টাকা। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জরুরী কাজ বিঘিœত হচ্ছে। কলেজের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জানান, দমকা বাতাস ও কাল বৈশাখী ঝড়ে কলেজের প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত