জৈনা বাজার সিটি এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
প্রকাশ: ১ নভেম্বর ২০২২, ১৫:১৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫
সব ধরনের লেনদেনের সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর ) সকাল ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার সিদ্দিক প্লাজার ২য় তলায় এ সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের নতুন ১৫১৯ তম শাখার শুভ উদ্বোধন করা হয়। এটি গাজীপুর জেলার মধ্যে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ২৩তম শাখা।
সিটি ব্যাংক লি. জৈনা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রধান পৃষ্ঠপোষক মোঃ শাকিব হাসান রানার সভাপতিত্বে ও নাজমুল হাসান বাবু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আঃ বাতেন সরকার, তেলিহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, গাজীপুর ইউনিয়ন আ,লীগের সভাপতি আজাহার তালুকদার , তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনছুর মানিক,তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য তারেক হাসান বাচ্ছু,শ্রীপুর উপজেলার সাংবাদিক সমিতির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক টি আই সানি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি এজেন্ট ব্যাংকিং স্মল বিজনেস অফিসার মোঃ জাফর ইকবাল জানান, এ আউটলেট থেকে গ্রাহকগন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, সহজ শর্তে ব্যবসায়ীদের এস.এম.ই লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে লেন-দেন করা যাবে রয়েছে অনেক সুযোগ সুবিধা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত