জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে সহায়তা দিলেন প্রবাসী সায়মা জেরিন  

  মাদারীপুর প্রতিনিধি:  

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:৪১ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪

আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর পৌরসভার অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক সায়মা জেরিনের সহযোগিতায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রায় শতাধিক জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার। অতিথিরা তাঁদের বক্তব্যে শহীদ ও আহত পরিবারদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ফাউন্ডেশনের এ উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।  

উল্লেখ্য, প্রয়াত আব্দুল মান্নান শিকদার ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন। যা নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।  

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে এ ধরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহায়ক হবে এবং শহীদদের ত্যাগের ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে আরও গভীরভাবে তুলে ধরবে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত