জীবন বাঁচাতে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন সালমান খান!

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ১ আগস্ট ২০২২, ১৩:৪৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ২০:২৪

কিছুদিন আগে বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবাকে হত্যার হুমকি দেয়া হয়। গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে নিরাপত্তা আরো জোরদার করতে নাকি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন এই নায়ক!

মুম্বাইয়ের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুরনো গাড়িটিকেই নতুন রূপ দিয়েছেন অভিনেতা। এখন যে টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলটিকে দেখা যাচ্ছে, সেটি খুব একটা নতুন মডেল নয়। পুরনো প্রজন্মের গাড়িতে বুলেটপ্রুফ কাচ বসিয়েছেন তিনি।

গাড়িটিকে বান্দ্রায় সালমানের আবাসনের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে সম্প্রতি। তাতেই অনুমান জোরালো হচ্ছে।

সালমানের ঘনিষ্ঠ মহলের দাবি, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ‘ভাইজান’। এমনকি এ বছর ইদের দিনেও ঘর থেকে বাইরে বেরোননি তিনি। সম্প্রতি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। নিরাপত্তা আরও মজবুত করতে গাড়িটিকেও বুলেটপ্রুফ করে নিলেন সালমান।

এর আগে ২০১৮ সালেও হত্যার হুমকি পেয়েছিলেন বলি ভাইজানখ্যাত তারকা সালমান খান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত