জামিন পেলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২২ |  আপডেট  : ৪ মে ২০২৪, ২২:৫০

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানার নাশকতার মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন আলতাফ হোসেন। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় এবং আরেক মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় কারাগারে রয়েছেন তিনি। এ জন্য তার কারামুক্তি মিলছে না।

গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে তুলে নিয়ে যায় র‍্যাব। পরে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার অভিযোগে টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেনকে আটক করা হয়।

গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত