মাদারীপুরে প্রতিদ্বন্দীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্রকাশ: ৫ মে ২০২৪, ১৫:২৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান তার চাচা প্রতিদ্বন্দী প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে রবিবার (৫ মে) দুপুরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে তার খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। এছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে জোরপূর্বক কেন্দ্র দখল করে চাচা প্রতিদ্বন্দী প্রার্থী পাভেলুর রহমান শফিক খান নিজের প্রতীকে ভোট নিতে পারেন বলে সেই আশংকাও প্রকাশ করেন।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান আনারস প্রতীক ও তার চাচাত ভাই শফিক খান মোটর সাইকেল নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত