জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রামে ভোটারদের দোরগোড়ায় 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৮ |  আপডেট  : ১৪ নভেম্বর ২০২৫, ০০:৫৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রামে ভোটারদের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকাসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দিনব্যাপী গণসংযোগকালে ড. মোস্তফা ফয়সাল পারভেজ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি ঘরে ঘরে গিয়ে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসহ চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন। 

গণসংযোগকালে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আমি রাজনীতি করি উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি চাই, কাহালু-নন্দীগ্রাম উপজেলার মানুষ আর যেনো অবহেলিত না থাকে। আমি জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে উন্নয়ন ও সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ। 

তার সাথে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, সাবেক আমির নুরুল ইসলাম মন্ডল, আনোয়ারুল হক, পৌর জামায়াতে ইসলামীর আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আমিরুল ইসলাম মোমিন ও পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত