জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৭:১২ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ১০:১৮

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগি প্রিফ্যাকচারে ভূমিকম্প আঘাত হানে।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২, এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে।  


এই ভূমিকম্পের ফলে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে জানিয়ে সবাইকে উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে এনএইচকের খবরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত