জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:০৭ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৫২

 বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) ওবলা ১১ টায় র‌্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্ত ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল মুত্তাকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হ্যাচারী মালিক বেলাল সরদার, বাদল মৈত্র প্রমুখ। পরে স্থানীয় পর্যায়ে সফল উদ্যোক্তা হিসাবে তারিক মো: আপন, রেনু উৎপাদনকারি হিসাবে রুহুল আমিন ও পোনামাছ উৎপাদনকারি হিসাবে ফরিদুল ইসলাম মুক্তাকে পুরস্কৃত করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত