জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাদারীপুর প্রেস ব্রিফিং
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১৫:২২ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০০:৩৪
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর) মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
প্রেসব্রিফিং এ জানানো হয় আগামী ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। এবছর মাদারীপুর জেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশুকে ১ হাজার ৫শ ১৬টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেসব্রিফিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এমওসিএস ডা. এস.এম. খলিলুজ্জামান, ডা. রেশমা ফারহানা। এসময় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত