জাতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা
মিজানুর রহমান ঝিলু
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:১৩ | আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৭:৪২
মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল-সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রধানতম উপায়। প্রতিযোগিতায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের অন্বেষা দাস। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ফেরদাউস হিলাল। বিচারক হিসেবে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল ও সহসভাপতি মো. মোকশেদ আলী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত