জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে দোয়া  মিলাদ ও গনভোজ

  মোঃ‌লিটন মাহমুদ  মুন্সীগঞ্জ

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১১:৪২

আজ ২০ আগষ্ট শ‌নিবার বেলা ১টায় মুন্সীগঞ্জ সদর  উপজেলার আধারা ইউ‌নিয়‌নে যুবলী‌গের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে   দোয়া , মিলাদ ও গনভোজ অনুষ্ঠিত হয়।

আধারা ইউ‌নিয়ন  আওয়মী লীগ নেতা রিপন মাহমু‌দের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র  ফয়সাল বিল্পব ।বি‌শেষ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন চর‌কেওয়ার ইউ‌নিয়‌নের আওয়ামী লী‌গের সভাপ‌তি আঃরাজ্জাক

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  দোয়া  মিলাদ মাহ‌ফি‌ল ও গনভোজে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ,মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লী‌গের প্রচার সন্পাদক বাসু দেব নাথ,সদর থানার সংঙ্গঠ‌নিক সন্পাদক মোঃম‌নির হো‌সেন ভোকাল, মুন্সীগঞ্জ সদর থানার সা‌বেক ছাত্রলীগ নেতা এড‌ভো‌কেট সাইফুল আলম স্বপন ,আধারা ইউ‌নিয়‌নের যুব লীগের সভাপ‌তি মোঃ আক্তার মাহমুদ, আধারা ইউ‌নিয়ন ছাত্র লীগের সভাপ‌তি নাইম মাহমুদ, সি‌বিআই সভা‌পতি জনতা ব্যাংক মুন্সীগঞ্জ সদর জ‌হিররুল ইসলাম, মুক্তার মাহমুদ, রেজাউল ক‌বির, জ‌হির উদ্দিন বেপারী, ইব্রাহীম বেপারী, ম‌হিলা মেম্বার রা‌নী বেগম, মোঃশরীফ ‌হো‌সেন  প্রমূখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত