জন্মদিনের আতশবাজি থেকে পলিথিন কারখানায় আগুন, মালামাল পুড়ে ছাই

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩ |  আপডেট  : ১২ মার্চ ২০২৫, ০৫:১৫

ফাইল ছবি

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আতশবাজির আগুন থেকে আল মদিনা ট্রেডার্স নামের একটি পলি কারখানায় আগুন লেগেছে। আগুনে কারখানার মজুতকৃত পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফতুল্লার লালপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফোটানো হয়। সেই আতশবাজির আগুন পাশের এলাকা লালপুরের একটি পলি কারখানায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই টিনশেড কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে ও ভয়াবহ আকার ধারণ করে।

আতশবাজির আগুন এ ঘটনা ঘটেছে উল্লেখ করে কারখানার মালিক সুমন মিয়া বলেন, ‘আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ পড়ে কারখানার একপাশে আগুন লাগে। আগুনে কারখানার ভেতরে পলিথিন তৈরির দানা, কার্টন ও সুতা পুড়ে গেছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া এক ঘণ্টায় আগুন নির্বাপণ করে। আগুনে কারখানার মজুতকৃত পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পাশের একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত