জনগণ যাকে ভোট দিবে সেই হবে আমাদের নির্বাচিত প্রতিনিধি: চীফ হুইপ

  শফিক স্বপন মাদারীপুর :

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১৮:১০ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩৭

উপজেলা আওয়ামীলীগ থেকে যাদেরকে আমরা সমর্থন দিয়েছি তারা সবাই আমাদের খুব কাছের। নির্বাচনের ব্যাপারে বিশেষ কিছু নেই। জনগণ যাকে ভোট দিবে সেই হবে আমাদের নির্বাচিত প্রতিনিধি। সমর্থনের ব্যাপারে আমরা কাউকে কম বা বেশি সুযোগ দিবো না। প্রার্থীরা সবাই সমান সুযোগ পাবে। 

সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগের সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন। এসময় ৫ম দফা নির্বাচনে শিবচরের ২ ইউনিয়নের ৭জনকে দলীয় সমর্থন সিদ্ধান্ত গৃহিত হয়।  এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, যে সকল ইউনিয়নে নির্বাচন হবে তাদের সাথে পুরাতন কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দকেও আমরা আজ ডেকেছি। কারন প্রতীক বরাদ্দ হলে নির্বাচনকে আরো কড়াকড়ি করা হবে। আমরা যাকে সমর্থন দিয়েছি তাদের কারনে যদি নির্বাচনে আচরনবিধি লক্সঘন হয় বা সন্ত্রাস বা টাকা ব্যবহার করার কোন প্রমান যদি পাওয়া যায় অথবা দলীয় শৃংখলা ভঙ্গ হয় এমন কোন কাজ করে তাহলে তার সমর্থন বাতিল করা হবে। এটা আপনাদের মনে রাখতে হবে কেউ এমন কোন কাজ করবেন না যাতে তার দলীয় সমর্থন যেন বাতিল হয়ে যায়। আর সেই সাথে নির্বাচন কমিশনের কাছে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করার জন্যও আমি সুপারিশ করবো। 

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উপর আস্থা রেখে দলীয় প্রতিক উম্মুক্ত রেখেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।১ম দফায় ১৩ ইউনিয়ন নির্বাচনে ৯জন নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। দলীয় মনোনয়ন দিলে জনগন এই পরিবর্তন করার সুযোগ পেত না। আমরা উম্মুক্ত ইউপি নির্বাচনে সফলতা পেয়েছি। দুদিন আগে শিবচরে নির্বাচন কমিশনার এসেছিল। এবারের নির্বাচন আগের চেয়ে আরো কঠিন হবে। তাই সবাইকে কঠোরভাবে নির্বাচন আচরন বিধি মেনে চলতে হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত