জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র্যাব

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ | আপডেট : ৯ মে ২০২৫, ২০:২৬

জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। আজ ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। সেখানে র্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। তাছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন। র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর জানিয়েছে, রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত