ছয় ঋতুর দেশ

প্রকাশ: ৮ মে ২০২৩, ১০:৪২ | আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৮:৫৮

ছয় ঋতুর দেশ
(রেজাউল করিম রোমেল)
আমাদের এই বাংলাদেশ
ছয় ঋতুর দেশ,
শস্য শ্যামল ফসলে ভরা
রূপের নেইকো শেষ।
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
কত বাহারি ঋতু,
আরো আছে শীত বসন্ত
জেনে নাও হেতু।
কত বাহারি রূপ যে আছে
আমার বাংলাদেশে,
প্রতি বছরই ছয়টি ঋতু
বার বার ফিরে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত