ছোটবেলা থেকেই ভয়েস আর্টিস্ট ছিলেন ‘ট্যাকা পাখি’ খ্যাত মাশা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৪:৩৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫

ফাইল ছবি

বিশেষ করে কোভিড-১৯ মহামারী আঘাত হানার পর থেকে বাংলাদেশ বিপুল সংখ্যক বিষয়বস্তু নির্মাতাদের উত্থান প্রত্যক্ষ করছে।

তার অনুসরণে, নজরুল গীতিতে প্রশিক্ষিত একটি তরুণ এবং মেধাবী মেয়ে ব্যান্ডওয়াগনের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং শীঘ্রই, তিনি একটি ইন্টারনেট সংবেদন হয়ে ওঠেন - তার বহুমুখী এবং সুরেলা কণ্ঠের জন্য ধন্যবাদ।

তিনি হলেন মাশা ইসলাম, একজন ২৩ বছর বয়সী মেয়ে যার ইউটিউবে ১৯৪ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং বিভিন্ন ভাষার গান কভার করার জন্য বিখ্যাত৷

খুব অল্প বয়স থেকেই মাশা বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তার কণ্ঠ বিভিন্ন টিভিসি এবং শিশুদের প্রিয় টিভি সিরিজ 'সিসিমপুর'-এ প্রদর্শিত হয়েছিল। ছোটবেলায় ছায়ানট  সঙ্গীত বিদ্যায়তনে  একাডেমিক সঙ্গীতচর্চা শুরু করেন।

২০১৭সালে নজরুল গীতি এবং শাস্ত্রীয় সঙ্গীত থেকে স্নাতক হয়েছেন। সেই বছরই  ইউটিউব যাত্রা শুরু করেন। তিনি এমন একটি পরিবারে বেড়ে ওঠেন, এটি তার জন্য একটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আবেগ তৈরি করে। 

বর্তমানে তিনি চরকির ওয়েব ফিল্ম দুই দিনের দুনিয়া চলচ্চিত্রে ‘ট্যাকা পাখি’ শিরোনামে গান গেয়ে আলোচনায় মাশা ইসলাম। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত