ছিনতাইকারীকে ধরে মাইকে ঘোষণা, গণপিটুনি দিয়ে হত্যা

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৪৬ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২২

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ছিনতাইকালে হাবিবুর রহমান হাবু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে জনগণ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের জমিদারি কাঁচারি গলিতে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান দুই নাম্বার বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকালে হাবুকে কয়েকজন আটক করে। এরপর স্থানীয়রা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে যান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, এ এলাকায় নিয়মিতই ছিনতাইসহ বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনা বেড়ে গেছে। এমনকি পুলিশকে জানালেও কোনও লাভ হয় না। ফলে এসব ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে।

সদর মডেল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে গণপিটুনি দিয়ে মারার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত