ছাগল চুরির সময় দুই নারী-পুরুষ গ্রেফতার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৭ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ০১:৪৩

বগুড়ার আদমদীঘিতে অটোরিকশা করে ছাগল চুরির সময় দুই নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় বুধবার রাতে ছাগল মালিক উপজেলার বড় ঝাঁকইরের আব্দুস সাত্তারের ছেলে হাফিজার রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় গ্রেপ্তারকৃতরা হলো-নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুরের নূরপাড়ার হাবিব প্রামানিকের ছেলে কামাল (২৬) ও একই এলাকার আহসান মন্ডলের স্ত্রী সুবর্ণা (২৪)। 

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার বড় ঝাঁকইর গ্রামের হাফিজার রহমান তার বোন আক্তারুন বেগমের বাড়ীর সামনের জমিতে সাদা-কালো রঙের একটি ছাগল ঘাস খেতে দিয়ে চলে আসেন। দুপুরের পর সেখানে এসে ছাগলটি দেখতে না পেয়ে আশেপাশে খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিহিগ্রাম বাজার এলাকায় অটোরিকশা করে ওই ছগলটি নিয়ে যাচ্ছিল দুই নারী-পুরুষ। এ সময় হাফিজারের চাচাতো ভাই মনছুর আলী দেখতে পায় এবং তাদের আচরণ সন্দেহ জনক হওয়ায় ছাগল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দিলে ছাগলটি উদ্ধারসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। রাতে ছাগল মালিক হাফিজার রহমান বাদি হয়ে দু’জনের নামে একটি চুরি সংক্রান্ত মামলা দায়ের করেন। আদমদীঘি থানার এসআই রকিব হোসেন জানান, ছাগল মালিকের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা ছাগলটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত